দন্ত চিকিৎসক হিসেবে তার নেই কোনো প্রাতিষ্ঠানিক সনদ। নেই তেমন কোনো শিক্ষাগত যোগ্যতাও। এরপরও গত কয়েক বছর ধরে তিনি জনবহুল বাজারে রীতিমতো চেম্বার খুলে দেখেন রোগী, করেন অপারেশনও। কিন্তু শেষ রক্ষা হল না, র্যাবের হাতে আটক হয়ে তিনি এখন কারাগারে।
জানা যায়, আটক কথিত দন্ত চিকিৎসক মোহাম্মদ ইসমাইল (৪১) উখিয়ার রাজাপালং ইউনিয়নের পিনজির কুল গ্রামের নুরুল ইসলামের পুত্র। গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উখিয়ার কোর্টবাজারস্থ জমজম মার্কেটের ২য় তলায় নিজ চেম্বার থেকে তাকে আটক করে র্যাব–১৫ এর একটি দল। র্যাব জানায়, আটক ব্যক্তি প্রকৃত ডাক্তার না হয়েও নিজেকে স্বীকৃত অভিজ্ঞ ডাক্তার পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগীর সঙ্গে প্রতারণা করে আসছিল।
র্যাব–১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী বলেন, চিকিৎসক হিসেবে কোনো ধরনের প্রমাণপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় তার চেম্বার থেকে বিপুল পরিমাণ দন্ত চিকিৎসা সরঞ্জাম জব্দ করা হয়। পরে তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।