করোনায় শনাক্তের হার বেড়েছে ২৮ শতাংশ

আজাদী অনলাইন | শনিবার , ২২ জানুয়ারি, ২০২২ at ৫:৪৬ অপরাহ্ণ

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ বৃদ্ধি পাওয়ার মধ্যে দেশে দৈনিক কোভিড রোগী শনাক্তের হার ২৮ শতাংশ ছাড়িয়েছে, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৭ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আজ শনিবার (২২ জানুয়ারি) সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৩৪ হাজারের বেশি পরীক্ষা করে ৯ হাজার ৬১৪ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। এতে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ লাখ ৭৪ হাজার ২৩০।

গত এক দিনে ১৭ জনের মৃত্যুতে দেশে করোনা মহামারীতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ২০৯ জন।

সরকারি হিসেবে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৪৮২ জন। এই ৪৮২ জন সহ এই পর্যন্ত সুস্থ হলেন ১৫ লাখ ৫৬ হাজার ৭৯ জন।

পূর্ববর্তী নিবন্ধমুম্বাইয়ে ২০তলা ভবনে আগুন, নিহত ৭
পরবর্তী নিবন্ধরাউজানে সীমানা বিরোধে ইটের আঘাতে গৃহবধূ আহত