চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের রওশনহাট বাজারস্থ ব্রিজের পূর্ব পাশে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে পুড়ে ছাই হলো ৪ জনের ব্যবসা প্রতিষ্ঠান। এতে আনুমানিক ১০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয় বলে দাবি করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। গত বৃহস্পতিবার রাত ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। চন্দনাইশ ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৩টার দিকে হঠাৎ আগুনের সুত্রপাত হয়। এতে পাশাপাশি ৪ জনের ব্যবসা প্রতিষ্ঠানে পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন, মফিজ উদ্দীন (কুলিং কর্নার), মাহাবুবুর রহমান (মুরগীর সেল-সেন্টার), রাজিব (সেলুন) ও আব্বাস আলী (সবজি)। অগ্নিকাণ্ডে ৪টি দোকানেই নগদ টাকাসহ অন্যান্য মালামাল পুড়ে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়। চন্দনাইশ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. শাহ আলম খান জানান, আগুন লাগার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পটিয়া ফায়ার সাার্িভস ও স্থানীয়দের সহায়তায় ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে ৪টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়। এতে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয় এবং ৩০ লক্ষ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয় বলে জানান তিনি।