আজ সাহিত্যিক সাংবাদিক বিমলেন্দু বড়ুয়ার ১৫তম মৃত্যুবার্ষিকী

| শনিবার , ২২ জানুয়ারি, ২০২২ at ৭:৩৫ পূর্বাহ্ণ

আজ সাহিত্যিক ও সাংবাদিক বিমলেন্দু বড়ুয়ার ১৫তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে নগরীর কাতালগঞ্জস্থ নব পণ্ডিত বিহারে প্রয়াতের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, সংঘদান ও স্মরণসভার আয়োজন করা হয়েছে।
সাহিত্যিক সাংবাদিক বিমলেন্দু বড়ুয়া কর্মজীবনের শুরুতে শিক্ষকতা হলেও সাংবাদিকতায় তিনি দীর্ঘ ৪৫ বছর স্বাধীন বাংলাদেশের প্রথম দৈনিক আজাদীতে অতিবাহিত করেন। সাহিত্যের বিভিন্ন ধারায় তাঁর সাবলীল দৃপ্ত পদচারণায় বাংলা সাহিত্যের ভাণ্ডারকে সমৃদ্ধ করেছে নিঃসন্দেহে। ইতিমধ্যে তাঁর ২৫ টির মতো বই প্রকাশিত হয়েছে। অপ্রকাশিত রয়েছে আরো ২৫টির মতো। সাংবাদিক বিমলেন্দু বড়ুয়া মেমোরিয়াল ফাউন্ডেশন তাঁর বর্ণাঢ্য সাহিত্যিকৃতি ও সমাজসেবার কর্মকাণ্ডকে ধরে রাখতে ওয়েবসাইট প্রকাশ করতে যাচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনবী হোসেন ছিলেন সুস্থ সমাজ প্রতিষ্ঠার পথিকৃৎ
পরবর্তী নিবন্ধশুদ্ধ উচ্চারণ ব্যক্তিকে পরিশুদ্ধ করে