সীতাকুণ্ডে বিষপানের ১০ দিন পর মো. রনি (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। নিহত রনি নোয়াখালীর হাতিয়া উপজেলার দক্ষিণ সোনাদিয়া গ্রামের রবিউল ইসলামের ছেলে। তারা উপজেলার বাড়বকুণ্ড অলিনগর এলাকায় একটি পোন্ট্রি ফার্মে কাজ করেন এবং সেখানেই থাকেন।
নিহতের মামা মো. নাহিদ জানান, ১২ জানুয়ারি রাতের খাবার খেয়ে ঘুমাতে গেলে বমি শুরু হয় রনির। এ সময় বমির সাথে ক্ষেতে ব্যবহৃত কীটনাশকের গন্ধ পেয়ে জিজ্ঞেস করলে সে বিষপানের কথা স্বীকার করে।
সঙ্গে সঙ্গে তাকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। দীর্ঘ ১০ দিনের চিকিৎসা শেষে গতকাল তিনি মারা যায়।
সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) সুমন বণিক জানান, নিহত রনি তার মামা নাহিদের সাথে একটি পোল্ট্রির খামারে কাজ করত। এ ঘটনায় তার মামা বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে। তবে কী কারণে রনি বিষপান করেছেন তা খতিয়ে দেখা হচ্ছে।