মার্কিন গায়ক মিট লোফ আর নেই। গতকাল শুক্রবার এই গায়কের মৃত্যুর খবর নিশ্চিত করে তার পরিবার। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৪ বছর। ছয় দশকেরও বেশি সময়ের বর্ণাঢ্য কর্মজীবন মিট লোফের। এই গায়কের গান ৬৫টি চলচ্চিত্রে ব্যবহৃত হয়েছে। তার ‘ব্যাট আউট অব হেল’ সর্বকালের সর্বাধিক বিক্রীত অ্যালবামগুলোর মধ্যে অন্যতম। বিশ্বব্যাপী তার গানের অ্যালবাম বিক্রি হয়েছে ১০ কোটিরও বেশি। খবর বাংলানিউজের।
মিট লোফের বিখ্যাত গানগুলোর মধ্যে ‘ব্যাট আউট অব হেল ট্রিলজি’, ‘প্যারাডাইস বাই দ্য ড্যাশবোর্ড লাইট’ এবং ‘আই শুড ডু অ্যানিথিং ফর লাভ’ ব্যাপক জনপ্রিয়তা পায়।