প্রিমিয়ার ইউনিভার্সিটি কেন্দ্রীয় বিতর্ক সংগঠন পিইউডিএস-এর উদ্যোগে শুরু হয়েছে ‘নবম পিইউডিএস জাতীয় বিতর্ক উৎসব-২০২২’। ‘যুক্তি হোক সমৃদ্ধির মূলমন্ত্র’-স্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার অনলাইন মাধ্যমে শুরু হয় এবারের উৎসবের প্রথম আয়োজন তৃতীয় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা ও তৃতীয় আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা। দেশব্যাপী কোভিড-১৯- এর কারণে উদ্বেগজনক পরিস্থিতির কথা বিবেচনা করে এবারের আয়োজনের প্রথম দুদিন অনলাইনে করার সিদ্ধান্ত নেওয়া হয়। দেশের ২৪টি স্কুল ও ২৪টি কলেজ নিয়ে শুরু হয়েছে এবারের আয়োজন। স্কুল ও কলেজ পর্যায়ে অংশগ্রহণ করছে চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়, ডাক্তার খাস্তগীর উচ্চ বিদ্যালয়, বাংলাদেশ মহিলা সমিতি স্কুল, আদমজি ক্যান্টনমেন্ট স্কুল, আরমানিটোলা উচ্চ বিদ্যালয়, নটরডেম কলেজ, সরকারি বিজ্ঞান কলেজ, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ, বাকলিয়া কলেজ, ঢাকা কমার্স কলেজ, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, রাজশাহী কলেজ, রাজশাহী নিউ গভর্নমেন্ট কলেজ, বাংলাদেশ নৌবাহিনী স্কুলসহ বাংলাদেশের নামকরা সব স্কুল কলেজ। এই আয়োজনে আরো রয়েছে নবম আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা ও জাতীয় বিতর্ক উৎসব। প্রেস বিজ্ঞপ্তি।