হাটহাজারী উপজেলার গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত ১৩টি ইউনিয়নের নবনির্বাচিত ১৫৬ জন ইউনিয়ন পরিষদ সংরক্ষিত ও সাধারণ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম। শপথানুষ্ঠান পরবর্তী আলোচনা উপজেলা সমবায় কর্মকর্তা বিজয় কৃষ্ণ নাথের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাশেদুল আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাসেক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুজাহিদুল আলম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নাভিল ফারাবী, হাটহাজারী মডেল থানার পরিদর্শক (গোয়েন্দা) আমির হোসেন প্রমুখ। এছাড়াও সরেওয়ার মোরশেদ তালুকদার, হারুনুর রশিদ, আবুল মনসুর, সালাউদ্দিন চৌধুরী, এম এ খালেক, বিবি ফাতেমা, আবু হেনা প্রমুখ বক্তব্য রাখেন।