বোয়ালখালীতে অগ্নিদুর্গতদের মাঝে পৌর মেয়রের অনুদান

| শনিবার , ২২ জানুয়ারি, ২০২২ at ৭:০১ পূর্বাহ্ণ

বোয়ালখালী পৌরসভায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন পৌরসভার মেয়র জহুরুল ইসলাম জহুর। গত বৃহস্পতিবার (২০ জানুয়ারি) ভোরে পশ্চিম গোমদন্ডী ৭নং ওয়ার্ডের লালমতি বাপের বাড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করেন বোয়ালখালী পৌরসভার মেয়র জহুরুল ইসলাম জহুর। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও কম্বল বিতরণ করেন। পরিদর্শনকালে পৌর মেয়র বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ করা সম্ভব নয়, তবে বিপদে-আপদে মানুষের পাশে মানুষকে দাঁড়াতে হবে, কেননা মানুষ মানুষের জন্য। মানুষ হিসেবে মানুষের বিপদে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। এছাড়াও তিনি ক্ষতিগ্রস্তদের সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এসময় উপস্থিত ছিলেন, মো. ইব্রাহীম, কামাল উদ্দিন, মো. সোলায়মান, মোকতেয়ার মিন্টু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপুঁথিগত বিদ্যার চেয়ে কারিগরী শিক্ষার ওপর জোর দিতে হবে : এম এ সালাম
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ রোভার স্কাউট গ্রুপের দীক্ষা অনুষ্ঠান