বয়স ৬০ বছর উত্তীর্ণ, তবুও দায়িত্ব ছাড়ছেন না প্রধান শিক্ষক

কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়

আজাদী প্রতিবেদন | শনিবার , ২২ জানুয়ারি, ২০২২ at ৬:৩১ পূর্বাহ্ণ

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী ৬০ বছর পূর্ণ হওয়ার পর কোনো শিক্ষকের পদে থাকার সুযোগ নেই। বয়স পূর্ণ হলেই দায়িত্ব হস্তান্তরের বিধান রয়েছে। কিন্তু বয়স ৬০ বছর উত্তীর্ণ হওয়ার পরও দায়িত্ব হস্তান্তর না করার অভিযোগ উঠেছে নগরীর কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদের বিরুদ্ধে। গত ২৮ ডিসেম্বর এই প্রধান শিক্ষকের বয়স ৬০ বছর পূর্ণ হয়। নিয়মানুযায়ী ওই সময় সহকারী প্রধান শিক্ষকের কাছে তার দায়িত্ব হস্তান্তরের কথা। তবে ২১ জানুয়ারি (গতকাল) পর্যন্ত দায়িত্ব হস্তান্তর করেননি নূর মোহাম্মদ। বয়স উত্তীর্ণের পরও দায়িত্ব হস্তান্তর না করা শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন বলে জানিয়েছে মাউশি (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর)। বয়স পূর্ণ হওয়ার প্রেক্ষিতে নীতিমালার কথা উল্লেখ করে দায়িত্ব হস্তান্তরের জন্য তাকে চিঠি দিয়েছে মাউশি। মাউশি চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক দেবব্রত দাশের স্বাক্ষরে গত ৬ জানুয়ারি এ চিঠি দেয়া হয়। বয়স ৬০ বছর উত্তীর্ণ হওয়ায় চাকুরিতে বহাল থাকার সুযোগ নেই বিধায় বিদ্যালয়ে কর্মরত সহকারী প্রধান শিক্ষকের নিকট বিধি মোতাবেক দায়িত্ব হস্তান্তরের জন্য নূর মোহাম্মদকে নির্দেশনা দেয়া হয়েছে চিঠিতে। চিঠি পাঠানোর তথ্য আজাদীকে নিশ্চিত করেছেন মাউশির উপ-পরিচালক দেবব্রত দাশ।
জানতে চাইলে প্রধান শিক্ষক নূর মোহাম্মদ দাবি করেছেন, প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি চাইলে প্রধান শিক্ষকের বয়স পূর্ণ হওয়ার পরও চুক্তি ভিত্তিক (অতিরিক্ত সময়ের জন্য) নিয়োগের জন্য মন্ত্রণালয়ে সুপারিশ (আবেদন) করতে পারে। স্কুলের ম্যানেজিং কমিটি তার চাকরি এঙেটেনশনের জন্য গত ১১ নভেম্বর মন্ত্রণালয়ে আবেদন করেছে। তারা ভাবছিলেন ২৮ ডিসেম্বরের আগেই মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি সিদ্ধান্ত আসবে। মূলত এ জন্য দায়িত্ব হস্তান্তর করেন নি। তবে এখনো পর্যন্ত মন্ত্রণালয়ের কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি।
তবে মন্ত্রণালয়ে চাকির এঙটেনশনের আবেদন যে কেউ করতে পারে জানিয়ে মাউশি চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক দেবব্রত দাশ আজাদীকে বলেন, এঙটেনশনের জন্য আবেদন করলেও দায়িত্ব হস্তান্তর না করার সুযোগ নেই। তাঁর উচিত ছিল নির্ধারিত দিনে (বয়স পূর্ণ হওয়ার দিনে) দায়িত্ব হস্তান্তর করে দেয়া। মন্ত্রণালয় যদি তার আবেদন বিবেচনায় নিয়ে তাকে পুনঃনিয়োগ দেয় বা চাকরি এঙটেনশন করে তখন তিনি নতুন করে যোগ দেবেন। এটাই নিয়ম। আবেদন করেছেন বলে দায়িত্ব হস্তান্তর না করার কোনো রকম সুযোগ নেই। এটি মন্ত্রণালয়ের নীতিমালা পরিপন্থি। দায়িত্ব হস্তান্তরের পাশাপাশি তার স্বাক্ষরে যাতে কিছু না হয় ব্যাংকসহ সব জায়গায় আমরা চিঠি দিয়েছি।
এদিকে, মাউশির চিঠির পরও দায়িত্ব হস্তান্তর না করায় স্কুলের ১৯ জন শিক্ষক নূর মোহাম্মদকে আইনি নোটিশ পাঠিয়েছেন। এডভোকেট খোরশেদ আলমের মাধ্যমে গত ১৬ জানুয়ারি এ আইনি নোটিশ পাঠানো হয়েছে।
মাউশির চিঠির পাওয়ার তথ্য নিশ্চিত করে নূর মোহাম্মদ বলেন, চিঠি পেয়ে আমি ম্যানেজিং কমিটির সভাপতি মহোদয়কে দায়িত্ব হস্তান্তরের কথা বলি। তিনি হিসাব-নিকাশ আপ টু ডেট করার কথা বলেছেন। ইন্টারনাল অডিট ও বিভিন্ন হিসাব-নিকাশ বাকি ছিল। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) ইন্টারনাল অডিট সম্পন্ন হয়েছে। বাকি হিসাব-নিকাশ শেষ করতে হয়তো দুয়েকদিন লাগতে পারে। এরপরই আমি দায়িত্ব হস্তান্তর করে দিবো। এখন দায়িত্ব হস্তান্তরের জন্য প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান নূর মোহাম্মদ।
উল্লেখ্য, বিদ্যালয়টিতে ৬ষ্ঠ থেকে দশম শ্রেণিতে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১৪০০ জন। শিক্ষক আছেন ৩১ জন। এর মধ্যে স্থায়ী ১৬ জন। আর ১৫ জন অস্থায়ী। দায়িত্ব না ছাড়ায় এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারী মিলে ১৯ জন প্রধান শিক্ষক নূর মোহাম্মদ বরাবর আইনি নোটিশ পাঠিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধ২৭ ঘণ্টা সাঁতরে ফিরলেন টোঙ্গাবাসী
পরবর্তী নিবন্ধখাল দখলদারদের ছাড় নেই