ওমিক্রনের ১৪ লক্ষণ জেনে নিন থাকুন সতর্ক

| শনিবার , ২২ জানুয়ারি, ২০২২ at ৫:৫৭ পূর্বাহ্ণ

দ্রুত ছড়িয়ে পড়ায় মহামারি করোনার নতুন ধরন ওমিক্রন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বিশ্ববাসীর জন্য। কোভিডের নতুন এই ধরন মোকাবিলায় টিকা নেওয়া থাকলেও অনেকে আক্রান্ত হচ্ছেন। যার ফলে এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে নিজেদেরই সতর্ক থাকতে হবে। খবর বাংলানিউজের।
ওমিক্রনের ক্ষেত্রে বিশেষজ্ঞরা বেশ কিছু উপসর্গের কথা বলেছেন। যার ১৪টি লক্ষণ জেনে নিয়ে সতর্ক থাকুন। উপসর্গ দেখা দিলে দ্রুত নিজেকে সবার থেকে আলাদা করে আইসোলেশনে থাকুন ও করোনা পরীক্ষা করে সঠিক চিকিৎসা নিন।
লক্ষণগুলো হচ্ছে : ১. নাক দিয়ে পানি পড়ার প্রবণতা ২. মাথাব্যথা থাকছে কিছু ক্ষেত্রে ৩. ক্লান্তি ছাড়ছে না রোগীকে ৪. হাঁচি হচ্ছে ৫. গলা ব্যথাও হচ্ছে ৬. খুব কাশি ৭. গলা ভেঙে যাচ্ছে ৮. কাঁপুনি হচ্ছে ৯. জ্বর আসছে অনেকের ১০. মাথা ঝিমঝিম করার প্রবণতা ১১. মস্তিষ্কে ধোঁয়াশার প্রবণতাও আছে অনেক রোগীর ১২. পেশিতে ব্যথা ১৩. গন্ধের অনুভূতিও হারাচ্ছেন কেউ কেউ এবং ১৪. বুকে ব্যথাও দেখা যাচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধএক বন্ধু নিহত, অন্যজন হাসপাতালে
পরবর্তী নিবন্ধখাতুনগঞ্জে মসলার বিপুল ভেজাল উপকরণ জব্দ