করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গতকাল নগরীর চকবাজার, বাকলিয়া, আকবরশাহ ও পতেঙ্গায় মোবাইল কোর্ট পরিচালনা করেছেন জেলা প্রশাসন। এ সময় সরকারি নির্দেশনা উপেক্ষা করে মাস্কবিহীন ঘোরাফেরা করায় ১৫ জনকে ৩২০০ টাকা জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসকের স্ট্যাফ অফিসার পিযুষ কুমার চৌধুরী আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, বৃহস্পতিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবল চাকমা, ফাহমিদা আফরোজ ও জিসান বিন মাজেদ নগরজুড়ে অভিযান পরিচালনা করেন। জরিমানার পাশাপাশি সতর্ক করা হয়েছে। করোনা ভাইরাস সুরক্ষা ও প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।