চট্টগ্রামে নতুন শনাক্ত ৯৩০ আরও একজনের মৃত্যু

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২১ জানুয়ারি, ২০২২ at ১১:০৬ অপরাহ্ণ

বুধবার ৩ হাজার ৫৩টি নমুনা পরীক্ষায় চট্টগ্রামে নতুন করে আরও ৯৩০ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। পরীক্ষাকৃত নমুনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ৩০.৪৬ শতাংশ। আগের দিন (মঙ্গলবার) ৯৮৯ জন শনাক্তে এ হার ছিল ৩১ শতাংশ। এ নিয়ে টানা দুদিন ৯’শর বেশি শনাক্ত হয়েছে চট্টগ্রামে। শনাক্তের হারও ছাড়িয়েছে ৩০ শতাংশ। শেষ ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১ জনের। এ নিয়ে আক্রান্তদের মাঝে এ পর্যন্ত ১ হাজার ৩৪২ জনের মৃত্যু হয়েছে চট্টগ্রামে।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য পর্যালোচনায় দেখা যায়- দিন দিন সংক্রমণ ও শনাক্তের হার বাড়ছেই। নতুন বছরের শুরু থেকেই করোনা সংক্রমণ যেন লাফিয়ে লাফিয়ে বাড়ছে চট্টগ্রামে। বছরের প্রথম দিন শনাক্তের হার ছিল ১ শতাংশের ঘরে। আর গত দুদিনে এই হার ৩০ শতাংশ ছাড়িয়েছে। বুধবার পর্যন্ত সবমিলিয়ে চট্টগ্রামে করোনা সংক্রমিত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮ হাজার ৩৭৬ জনে। এদিকে, বুধবার শনাক্ত ৯৩০ জনের ৭৫৭ জন মহানগরের। আর ১৭৩ জন উপজেলার। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী আজাদীকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধনিয়ন্ত্রণ হারিয়ে ওয়াকওয়েতে প্রাইভেট কার, পথচারী নিহত
পরবর্তী নিবন্ধযে কারণে ভোগান্তি বাড়ে বন্দরে