নিয়ন্ত্রণ হারিয়ে ওয়াকওয়েতে প্রাইভেট কার, পথচারী নিহত

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২১ জানুয়ারি, ২০২২ at ১১:০৩ অপরাহ্ণ

প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে গিয়েছিলেন দুই বন্ধু। নিয়ম মেনে ওয়াকওয়ে দিয়েই হাঁটছিলেন দুজন। কে জানতো বেপরোয়া গতির প্রাইভেটকার সেই ওয়াকওয়েতে এসেই কেড়ে নেবে এক বন্ধুর প্রাণ? অন্য বন্ধুটির অবস্থাও আশংকাজনক। পুলিশ জানিয়েছে, দ্রুত গতিতে আসা প্রাইভেটকারটি সড়কের পাশে ওয়াকওয়ে দিয়ে হাঁটতে থাকা দুই পথচারীকে ধাক্কা দিলে মর্মান্তিক এ ঘটনাটি ঘটে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে চট্টগ্রামের ফৌজদারহাট-বায়েজিদ লিংক রোডের সীতাকুণ্ড থানার ফৌজদারহাট অংশে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ টিটু (৩২) সীতাকুণ্ড উপজেলার ফকিরহাট কালু শাহ মাজার এলাকার মোহাম্মদ শামসুর ছেলে। আহত মোহাম্মদ রোহান (২২) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন। সীতাকুণ্ড থানার ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক তৌহিদুল করিম আজাদীকে জানিয়েছেন, টিটু ও রোহান লিংক রোডের ওয়াকওয়ে দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ প্রাইভেটকারটি বায়েজিদের দিক থেকে এসে তাদের ধাক্কা দেয়। এতে দুজন ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত চমেক হাসপাতালে নিয়ে যান। ওয়াকওয়ের সঙ্গে ধাক্কা লেগে প্রাইভেটকারটিও দুমড়ে-মুচড়ে গেছে। কারটি পুলিশ জব্দ করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রাইভেটকারটি বেপরোয়া গতিতে চালানো হচ্ছিল। এক পর্যায়ে নিয়ন্ত্রণ রাখতে না পেরে ওয়াকওয়ের সঙ্গে ধাক্কা লাগায়। এতে দুর্ঘটনা ঘটেছে। এরপর গাড়ি রাস্তায় রেখে পালিয়ে গেছে চালক ও অন্য আরোহী। আমরা ঘটনাস্থলে গিয়ে গাড়ির চালক কিংবা যাত্রী কাউকে পাইনি। গাড়ির নম্বরের সূত্র ধরে এর মালিককে আমরা শনাক্তের চেষ্টা করছি।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার আজাদীকে জানিয়েছেন, সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক টিটুকে মৃত ঘোষণা করেন। তার বন্ধু রোহানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধট্রাক থামিয়ে ঘুমায় চালক মহাসড়কে হয় দীর্ঘ জট
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে নতুন শনাক্ত ৯৩০ আরও একজনের মৃত্যু