গণপরিবহনে নেই স্বাস্থ্যবিধি

আজাদী অনলাইন | বুধবার , ১৯ জানুয়ারি, ২০২২ at ২:৩৫ অপরাহ্ণ

করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রনের কারণে সংক্রমণের হার বেড়ে যাওয়ায় সরকার ১১ দফা বিধিনিষেধ আরোপ করেছে।

অন্যান্য অনেক জায়গার মতো নগরীর গণপরিবহনে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। গণপরিবহনগুলোতে নেই হ্যান্ড সেনিটাইজার। অধিকাংশ চালক-সহকারীর মুখে নেই মাস্ক।

প্রায় প্রতিটি গণপরিবহনে পূর্ণ আসনে যাত্রী বহনের পাশাপাশি যাত্রী নেয়া হচ্ছে দাঁড় করিয়েও। ফলে বেড়ে যাচ্ছে করোনা সংক্রমণের ঝুঁকি।

নগরীর টাইগারপাস এলাকা থেকে আজ বুধবার (১৯ জানুয়ারি) দুপুরে এই ছবিটি তুলেছেন অনুপম বড়ুয়া।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে আগুনে পুড়েছে ১৫ বাড়ি
পরবর্তী নিবন্ধনাফ নদী থেকে ২২ কোটি টাকার আইস উদ্ধার