এক ফ্রেমে ক্যামেরার সামনে কাজ করছেন টিভির জনপ্রিয় দুই মুখ আনন্দ খালেদ এবং আইরিন আফরোজ। নতুন একটি কোম্পানীর ব্র্যান্ডের পণ্যের মডেল হিসেবে বিজ্ঞাপনে দুজন কাজ করছেন। আইরিন আফরোজ বলেন, দারুণ দুটি মজার চরিত্রে আমরা দুজন কাজ করছি। বিজ্ঞাপনে আমাদেরকে দর্শকরা স্বামী-স্ত্রীর চরিত্রে দেখতে পাবেন।
আনন্দ খালেদ বলেন, উত্তরায় নতুন একটি বিজ্ঞাপনের জন্য আমরা কাজ করছি। আইরিনকে রাগী স্ত্রী এবং আমাকে ভীতু স্বামীর চরিত্রে দর্শকরা দেখতে পাবেন। এটি পরিচালনা করছেন রেজওয়ানুল ইসলাম সানজীদ। খুব শিগগিরই দর্শকরা এটি টিভিতে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাবেন।