টুনির বাসা

জয়দীপ মুখার্জী (৩১,৩০০) | বুধবার , ১৯ জানুয়ারি, ২০২২ at ১১:১৩ পূর্বাহ্ণ

আম গাছের ঐ মগডালেতে
ছোট্ট টুনির বাসা,
খড়কুটোতে পাতা মুড়ে
দেখতে ভারি খাসা।
উড়ে বেড়ায় ফুড়ুৎ-ফুড়ুৎ
ডিঙিয়ে পাশ বেড়া,
কোথায় এত যাচ্ছ শুনি
কীসের এত তাড়া?
কিচিমিচি ডাকছে তোমার
মিষ্টি ছানা দুটি,
আনবে খাবার তাদের জন্য
এদিক-সেদিক খুঁজি।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষক
পরবর্তী নিবন্ধনতুন বই