অবশেষে চন্দনাইশ উপজেলার দুর্গম পাহাড়ি জনপথ ধোপাছড়ি ইউনিয়নের ১ হাজার ৭শ শিক্ষার্থী করোনার টিকা পেয়েছে। গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত ধোপাছড়ি বাজারস্থ একটি ডায়াগনস্টিক সেন্টারে শিক্ষার্থীদের ভ্যাকসিন প্রদান সম্পন্ন করা হয়। এর আগে গত ১৩ জানুয়ারি ধোপাছড়ি-শীলঘাটা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের দোহাজারী সদরে নিয়ে এসে ভ্যাকসিন প্রদানের সময়সূচি নির্ধারণ করা হয়েছিল। কিন্তু এতো বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রীকে দুর্গম পথ পেরিয়ে ২০ কিলোমিটার দূরে দোহাজারী এনে ভ্যাকসিন প্রদান অসম্ভব হয়ে পড়ে। অবশেষে এসি গাড়িতে করে ভ্যাকসিন ধোপাছড়িতে নিয়ে যাওয়া হয় এবং ধোপাছড়ি ডায়াগনস্টিক সেন্টারের এসি রুমে রেখে সকল ছাত্র-ছাত্রীকে ভ্যাকসিন প্রদান কার্যক্রম সম্পন্ন করা হয়।
ধোপাছড়ি ইউপি চেয়ারম্যান মো. আবদুল আলীম বলেন, ধোপাছড়ি ইউনিয়নটি দুর্গম এলাকা। এখানকার সিংহভাগ মানুষ কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে। দুর্গম পথে এ ইউনিয়নের জনগণকে অন্যত্র যাতায়াত করতে পোহাতে হয় চরম দুর্ভোগ। এ অবস্থায় এত বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রীকে ২০ কিলোমিটার দূরে দোহাজারী সদরে নিয়ে গিয়ে ভ্যাকসিন প্রদান সম্ভব ছিল না। তাই বিষয়টি নিয়ে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সাথে যোগাযোগ করি। তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনার পর ধোপাছড়িতে ভ্যাকসিন নিয়ে এসে ছাত্র-ছাত্রীদের দেয়ার ব্যবস্থা করেন। এতে কোন ধরনের ঝামেলা ছাড়াই ভ্যাকসিন পেয়েছেন এখানকার ছাত্র-ছাত্রীরা।