শীতবস্ত্র নিয়ে হতদরিদ্রদের পাশে

| বুধবার , ১৯ জানুয়ারি, ২০২২ at ১১:০৩ পূর্বাহ্ণ

দক্ষিণ জেলা আ. লীগ : চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমানের উদ্যোগে সাতকানিয়া ও চন্দনাইশ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ২ হাজার শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। গতকাল মঙ্গলবার তিনি সংশ্লিষ্ট ইউনিয়ন ও পৌরসভা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকগণের উপস্থিতিতে এসব শীতবস্ত্র বিতরণ করেন। এসময় মফিজুর রহমান শীতার্তদের সাহায্যে এগিয়ে আসার জন্য বিত্তবানদের প্রতি আহ্বান জানান।
মমতাজ উদ্দিন চৌধুরী ফাউন্ডেশন : মমতাজ উদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে সম্প্রতি নগরীর জামেয়া আহমদিয়া ছুন্নিয়া মাদরাসা সংলগ্ন আলমগীর খানকাহ শরীফে কম্বল বিতরণ করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন আনজুমানে রহমানিয়া আহমদিয়া ছুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মহসিন। এছাড়া নগরীর পশ্চিম বাকলিয়া মমতাজ উদ্দিন চৌধুরী বাই লেইন, দেওয়ান বাজার মদিনা হেফজখানা ও এতিমখানা, পাঁচলাইশ এবং ষোলশহরেও কম্বল বিতরণ করা হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহাদাত হোসেন চৌধুরী রুমেল জানান, এ কর্মসূচি অব্যাহত থাকবে। বিত্তবানদেরও উচিত এসময় হতদরিদ্রদের পাশে থাকা।
নিষ্ঠা ফাউন্ডেশন : নিষ্ঠা ফাউন্ডেশনের চলমান কর্মসূচি ‘শীতকালীন কম্বল বিতরণ প্রকল্প’ এর আওতায় গত সোমবার বোয়ালখালীতে শীতবস্ত্র বিতরণ করা হয়। পৌর সদরের ৬নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মোহাম্মদ নাছের আলীর সভাপতিত্বে ও সৈয়দ বদরুল হক চিশতির সঞ্চালনায় কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন শাহ সূফি সৈয়দ নাছেরুল হক চিশতি। বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ অহিদুল আলম নক্সবন্দি, ফাউন্ডেশনের শুভাকাঙ্ক্ষী মোহাম্মদ নুরুল হুদা শরিফ, মোহাম্মদ মামুনুর রশীদ, নূর মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাস্মদ ওসমান আলী, মোহাম্মদ শফি আলম প্রমুখ। গত ১ জানুয়ারি চট্টগ্রাম প্রেস ক্লাবে প্রতিবন্ধীদেরকে কম্বল বিতরণের মধ্যদিয়ে নিষ্ঠা ফাউন্ডেশনের কম্বল বিতরণ কর্মসূচি শুরু হয়।
বোয়ালখালী পৌর মেয়র : চট্টগ্রাম-৮ আসনের সাংসদ মোছলেম উদ্দিন আহমদের তত্ত্বাবধানে রোববার বিকেল ৩টায় পৌরসভা কার্যালয়ে বোয়ালখালী পৌর এলাকার দুঃস্থ ও অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোয়ালখালী পৌরসভার মেয়র মো. জহুরুল ইসলাম জহুর। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র মো. তারেকুল ইসলাম, রেবেকা সুলতানা মনি, কাউন্সিলর সুনিল চন্দ্র ঘোষ, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ পারভেজ, শাহনাজ পারভিন নিলু, পৌরসভার সচিব মোশারফ হোসেন, সহকারী প্রকৌশলী মৃনাল কান্তি ধর, উপ-সহকারী প্রকৌশলী মো. কামরুজ্জামান, ডা. মেজবাহ উদ্দিন সবুজসহ অনন্যরা। শেষে পৌর এলাকার দুঃস্থ ও অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র তুলে দেয়া হয়।
উত্তর জেলা মহিলা আ. লীগ : শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের জন্য উত্তর জেলা মহিলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের মাঝে জেলা পরিষদের পক্ষ থেকে কম্বল বিতরন করেন উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য দিলোয়ারা ইউসুফ। গতকাল মঙ্গলবার নগরীর জেলা পরিষদ কার্যালয় থেকে এসব কম্বল বিতরণ করেন তিনি। এসময় দিলোয়ারা ইউসুফ বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। তিনি শীতার্তদের সাহায্যে এগিয়ে আসার জন্য বিত্তবানদের প্রতি আহ্বান জানান।
রামকৃষ্ণ মিশন সেবাশ্রম : বৃহত্তর চট্টগ্রামে রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের উদ্যোগে ৬০০ শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। মীরসরাই ধূম, সীতাকুন্ড, ফতেয়াবাদ, বান্দরবান, জামিরজুরী, খাগড়াছড়ি ও আমিলাইশ রামকৃষ্ণ সেবাশ্রমে এসব কম্বল বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের অধ্যক্ষ শক্তিনাথানন্দজী মহারাজ, প্রফেসর গুরুপদ পালিত, পূর্ণব্রতানন্দজী মহারাজ, জীবানন্দজী মহারাজ, তাপস হোড়, রতন মজুমদার, প্রকৌশলী রামেশ্বর চৌধুরী, বিনোদ বন্ধু ভৌমিক, আশুতোষ দাশ, অনিল দাশ, বিষ্ণু যশা চক্রবর্ত্তী, জয় প্রকাশ ত্রিপুরা প্রমুখ।
আন্দরকিল্লা ওয়ার্ড : হাজারী লেইনস্থ মন্দির প্রাঙ্গণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরীর পক্ষ থেকে ২৫০ জন অস্বচ্ছল পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। গতকাল চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ও ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিলর জহরলাল হাজারীর মাধ্যমে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, আন্দরকিল্লা ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মোক্তার হোসেন, প্রচার সম্পাদক খোরশেদ আলম, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা নওশাদ আলী, ১নং ইউনিট আওয়ামী লীগের সভাপতি মিলন চক্রবর্ত্তী, ২নং ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব চৌধুরী প্রতাপ, সহ-সভাপতি লিটন দাশ, দপ্তর-সম্পাদক উৎপল দাশ, রাজীব বিশ্বাস, আন্দরকিল্লা ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সন্‌জীব বিশ্বাস সাজু, কাজী মো. হেলাল উদ্দিন, বলরাম চক্রবর্ত্তী, নিপু শর্ম্মা, জয় চৌধুরী, এফ রানা, তন্ময় সেন শিবু, অভিক চৌধুরী প্রমুখ।
দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড : নগরীর আগ্রাবাদ ছোটপোল ইসলাম মিয়া ব্রিকফ্লিড ৯নং রোড়স্থ ইস্কান্দার মির্জা-আজগর-আজাদ কলোনিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারের মাঝে ২৭নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এইচ এম সোহেলের উদ্যোগে গতকাল মঙ্গলবার শীতবস্ত্র, শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।
ক ইউনিট আওয়ামী লীগের সভাপতি আবু বক্করের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এইচ এম সোহেল।
এসময় উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার ইস্কান্দর মির্জা, হাসান মুরাদ সেলিম, ইকবাল হারুন রশীদ, আব্দুল হালিম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধতারেক সোলেমান ছিলেন নিবেদিতপ্রাণ রাজনীতিক
পরবর্তী নিবন্ধদিনভর উত্তেজনা, মধ্যরাতে চবি ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ