দুদক কর্মকর্তা পরিচয়ে টাকা আদায় বরখাস্ত পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

| বুধবার , ১৯ জানুয়ারি, ২০২২ at ১০:৪৫ পূর্বাহ্ণ

‘দুদক কর্মকর্তা’ পরিচয়ে সরকারি বিভিন্ন কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে টাকা আদায়ের ঘটনায় বরখাস্ত এক পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার কামরুল হাসান (৩৪) চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে দুই বছর আগে চাকরি থেকে বরখাস্ত হওয়ার পাশাপাশি কয়েকমাস জেলও খেটেছেন। পরে তিনি জামিনে ছাড়া পান। চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (বন্দর) আলী হোসেন বলেন, দুদক কর্মকর্তা পরিচয়ে অন্যের নামে নিবন্ধিত সিম ব্যববহার করে ফোনে টাকা দাবি করতেন তিনি। এ ধরনের সিম বিক্রিতে জড়িত দুইজনকে গত ৩ জানুয়ারি গ্রেপ্তারের পর শনাক্ত করা হয় কামরুলকে। পরদিন নগরীর সিঅ্যান্ডবি কলোনি থেকে তাকেও গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি। খবর বিডিনিউজের।
গোয়েন্দা কর্মকর্তা আলী হোসেন বলেন, নিজেকে দুদক কর্মকর্তা পরিচয় দিয়ে পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তাদের ফোন করতেন কামরুল। তাদের বিরুদ্ধে দুদকে অভিযোগ আছে জানিয়ে টাকা দাবি করতেন। ঘটনার তদন্তের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, এ ধরনের বেশকিছু অভিযোগ শুনে আমরা তদন্ত করে দেখতে পাই যেসব নম্বর থেকে ফোনগুলো আসত সেগুলো বিভিন্ন জনের নামে নিবন্ধন করা। সেগুলোর বিষয়ে খোঁজ নিয়ে জানতে পারি সিমগুলো যাদের নামে নিবন্ধন করা তারা কিছুই জানেন না। তখন আমরা নিশ্চিত হই অন্যের নামে নিবন্ধিত সিম ব্যবহার করেই মূলত এ ধরনের প্রতারণা করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধতিনি বললেন, ‘আমার বয়স এত না’
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় এক রাতে ১০ গরু চুরি