চট্টগ্রামবাসীর টুঁটি চেপে ধরে রেলওয়ে কর্তৃপক্ষ বেনিয়া গোষ্ঠীর স্বার্থ রক্ষা করতে চাইছে। চট্টগ্রাম রেলওয়ে প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত ও চিরসবুজে ঘেরা চট্টগ্রামের উন্মুক্ত স্থান সিআরবি এলাকাটি অবরুদ্ধ করার ষড়যন্ত্র করছে নানাভাবে। কখনো দেশের প্রচলিত আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একটি অপশক্তির কাছে সিআরবিকে ইজারা দিচ্ছে, কখনো আবার চট্টগ্রামবাসীর আন্দোলনের মুখে সিআরবিকে অবরুদ্ধ করার অপতৎপরতা চালাচ্ছে গায়ের জোরে। অবিলম্বে এ ধরনের হঠকারী সিদ্ধান্ত থেকে রেল কর্তৃপক্ষকে সরে আসার আহ্বান জানিয়েছে নাগরিক সমাজ, চট্টগ্রাম নেতৃবৃন্দ। গতকাল মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতৃবৃন্দ এসব কথা বলেন।
এদিকে গত ১৭ জানুয়ারি রাতে সিআরবি রক্ষায় নাগরিক সমাজ, চট্টগ্রামের সভা অনুষ্ঠিত হয়। নাগরিক সমাজের কো-চেয়ারম্যান দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তারা বলেন, সিআরবি হচ্ছে ২০০৯ সালের গেজেট অনুযায়ী রাষ্ট্রপতি অনুমোদিত সরকার ঘোষিত হেরিটেজ জোন। এখানে কোনো ধরনের বাণিজ্যিক স্থাপনা হতে পারে না, এটি আইনত নিষিদ্ধ। এটি সুরক্ষার দায়িত্ব সরকারের। তাছাড়া এটি চট্টগ্রামের ফুসফুস এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। সিআরবিতে রয়েছে মুক্তিযুদ্ধে শহীদ চাকসু জিএস আবদুর রবসহ ৯ জন বীর মুক্তিযোদ্ধা শহীদের কবর। এই কবরের উপর ব্যক্তি মালিকানাধীন মুনাফামুখী হাসপাতাল শুধু নয়, যেকোনো স্থাপনা-ই হবে মহান মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অবমাননার শামিল। আমরা প্রধানমন্ত্রীর উপর আস্থা রেখেছি। সভায় বক্তব্য দেন, শাহজাহান চৌধুরী, হাসিনা আক্তার টুনু, প্রণব চৌধুরী, সাংবাদিক ঋত্বিক নয়ন, প্রীতম দাশ, দিলরুবা খানম, মোরশেদ আলম, সাংবাদিক আমিনুল ইসলাম মুন্না, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ সভাপতি মাহমুদুল করিম, সৈয়দ নাফিজ উদ্দিন, জাইদিদ মাহমুদ, মো. শাহজাহান সাজু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।