চলন্ত গাড়িতে আগুন, লাফিয়ে প্রাণে বাঁচল ১৫ যাত্রী

পটিয়া প্রতিনিধি | বুধবার , ১৯ জানুয়ারি, ২০২২ at ৬:৩৫ পূর্বাহ্ণ

পটিয়ায় যাত্রীবাহী একটি চলন্ত রাইডারে হঠাৎ আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য বেঁচে যান রাইডারের ১৫ যাত্রী। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া পৌর সদরের পোস্ট অফিস মোড়ে এই দুর্ঘটনা ঘটে। যাত্রীরা গাড়ীতে কুন্ডলী পাকিয়ে ধূয়া উঠতে দেখে দ্রুত গাড়ী থেকে লাফিয়ে নেমে যায়।
জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় মইজ্যারটেক এলাকা থেকে যাত্রীবাহী রাইডারটি পটিয়ার উদ্দেশ্যে রওনা হয়। পটিয়া পোস্ট অফিস মোড় আসা মাত্রই গাড়িতে হঠাৎ আগুন ধরে গেলে চালক ও যাত্রীরা দ্রুত নেমে পড়ে। তাৎক্ষণিক আশপাশের লোকজন এসে পানি দিয়ে আগুন নেভাতে সক্ষম হওয়ায় বড় ধরনের ক্ষয় ক্ষতি হয়নি এবং যাত্রীরাও অক্ষত ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, চলন্ত গাড়িতে আগুন ধরে উঠতে চালক দ্রুত গাড়ি থেকে নেমে চিৎকার শুরু করেন। পরে স্থানীয়রা দোকান থেকে পানি নিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। এসময় যাত্রীরা দ্রুত নেমে পড়ে। গাড়ীটিকে অন্তত ১৫ জন যাত্রী ছিলেন। রাইডার চালক মোহাম্মদ আইয়ুব জানান, যাত্রী নিয়ে মইজ্যারটেক থেকে পটিয়া আসছিলাম। চলতি পথে মুন্সেফ বাজার পার হলে পোড়া গন্ধ অনুভব করি। গাড়ি চালিয়ে পোস্ট অফিস মোড়ে আসতেই হঠাৎ আগুন লেগে যায়। স্থানীয়দের সহযোগিতায় আগুন নিভাতে সক্ষম হই। তবে গাড়ির কিছুটা ক্ষতি হলেও যাত্রীরা সবাই নিরাপদে নামতে পেরেছেন।
এ বিষয়ে পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানান, এ ধরণের কোন ঘটনা শুনিনি। আমার নলেজেও নেই।

পূর্ববর্তী নিবন্ধবদির বিরুদ্ধে দুর্নীতির মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ
পরবর্তী নিবন্ধহুইপ শামসুল হকের দেশত্যাগে নিষেধাজ্ঞা স্থগিত