লোহাগাড়ায় এক রাতে পৃথক ১০টি গরু চুরির ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (১৮ জানুয়ারি) ভোররাতে উপজেলার আমিরাবাদ ও কলাউজান ইউনিয়নে গরু চুরির ঘটনাগুলো ঘটে। স্থানীয় ইউপি চেয়ারম্যান এস এম ইউনুছ ও আবদুল ওয়াহেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
চোরেরা আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ি ব্রাহ্মণপাড়ার বেরতি মোহন দাশের পুত্র রাখাল দাশের ২টি, মৌলভী পাড়ার মৃত গুরা মিয়ার পুত্র সৈয়দ আহমদের ২টি, বশির আহমদের ২টি ও কলাউজান ইউনিয়নের উত্তর কলাউজান হাজি পাড়ার নুরুল ইসলামের পুত্র বেলাল উদ্দিনের ৪টি গরু নিয়ে যায়।
ক্ষতিগ্রস্তরা জানান, প্রতিদিনের মতো তারা রাতে ঘোয়ালঘরে গরু রেখে দরজায় তালা লাগিয়ে ঘুমিয়ে যান। সকালে ঘোয়াল ঘরের তালা ভাঙা ও গরু দেখতে না পেয়ে চুরির বিষয়টি নিশ্চিত হন। চুরি হওয়া গরুগুলোর আনুমানিক মূল্য সাড়ে ৭ লাখ টাকা।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, গরু চুরির ব্যাপারে থানায় কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ করলে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এলাকায় আইশৃৃঙ্খলা রক্ষার্থে পুলিশ তৎপর রয়েছে।