গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ১১৭টি নমুনা পরীক্ষা করে ৭৩৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ২৩ দশমিক ৬৭ শতাংশ। এদিন করোনায় মৃত্যুবরণ করেনি কেউ। মঙ্গলবার (১৮ জানুয়ারি) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে ১৩টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।
নতুন আক্রান্ত ৬৪৭ জন নগরের ও ৯১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬ হাজার ৪৫৭ জন। এর মধ্যে নগর এলাকায় ৭৭ হাজার ৪৩৮ জন এবং উপজেলায় ২৯ হাজার ৯১ জন। এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৪০ জনের মধ্যে ৭২৬ জন নগর এবং ৬১৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।