এড়িয়ে চলতে শিখুন

মো. সাইফুল মিয়া | মঙ্গলবার , ১৮ জানুয়ারি, ২০২২ at ১০:৫০ পূর্বাহ্ণ

আজকাল তরুণ প্রজন্ম কোনো কিছু সহজে এড়িয়ে যেতে পারে না। সবার সবকিছু ভালো লাগবে না এটাই প্রকৃতির নিয়ম। আমাদের বিশ্বাস করা উচিত, প্রত্যেক মানুষই অনন্য। প্রতিটি মানুষেরই কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে যা তাকে অন্যদের থেকে আলাদা একজন হিসেবে পরিচিত করে। নিজের দুঃখ কিংবা ব্যর্থতায় অন্যের সঙ্গে নিজেকে তুলনা করে নিজেকে ছোট করা কাম্য নয়। কারো গান গাইতে ভালো লাগে আবার কারো গান পছন্দ না। কারো আবৃত্তি কিংবা লেখালেখি ভালো লাগে কিন্তু আমার তা ভালো লাগে না। তাই বলে যে আমি তাঁর ভালো লাগার প্রতি হস্তক্ষেপ করব, এটা কোনো সুষ্ঠু মানুষের কাজ হতে পারে না।
সমাজে প্রচলিত অনেক নিয়ম কানুন আছে যা আমাদের ভালো লাগে না। তারপরও সমাজে বেঁচে থাকার তাগিদে এসব নিয়ম মেনে চলতে হয়। তেমনি জীবন চলার পথে অনেক মানুষের সাথে পরিচিত হবে, সবাইকে ভালো লাগবে না। যাদের ভালো লাগবে না তাদের এড়িয়ে চলা উচিত। কিন্তু আমরা তাদের পিছনে লেগে যায়। তাদের কিভাবে পিছনে ফেলা যায় চিন্তা করতে থাকি। যার দরুন আমাদের মধ্যে প্রতিহিংসা, ব্যক্তিগত ক্রোভ কিংবা মনোমালিন্য সৃষ্টি করে। নিজের জীবনে যা ই ঘটুক না কেন কৃতজ্ঞতা প্রকাশ করতে শিখুন। নেতিবাচক মানুষ ও পরিবেশ আপনার জীবনীশক্তির জোর কমিয়ে দেয়, তাই নেতিবাচক মানসিকতার মানুষকে পরিহার করতে শিখুন। সবকিছু সহজে এগিয়ে চলতে শিখুন জীবন সুন্দর হবে। লেখক: শিক্ষার্থী

পূর্ববর্তী নিবন্ধতুলনায় সংসার নরকতুল্য
পরবর্তী নিবন্ধআবছায়া