নগরীর চান্দগাঁও থানায় হানিফ পরিবহন ও হানিফ স্টার পরিবহনের মালিক পক্ষের মধ্যে ট্রেডমার্ক নিয়ে দুইপক্ষের সমঝোতা বৈঠক শেষে থানা থেকে বের হয়ে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় একপক্ষ চান্দগাঁও থানার পার্শ্ববর্তী হানিফ পরিবহনের একটি কাউন্টারে ভাঙচুর চালায়। গতকাল রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে। এতে হানিফ পরিবহনের পরিচালক মহিউদ্দিন এবং সুপারভাউজার সজীব আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ব্যাপারে চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মঈনুর রহমান চৌধুরী আজাদীকে জানান, ট্রেড মার্ক নিয়ে হানিফ পরিবহন ও হানিফ পরিবহন স্টার দুই গ্রুপের মধ্যে মামলা আছে। রাতে দুই গ্রুপকে থানায় ডাকা হয়েছিল। থানায় আলাপ-আলোচনা শেষে থানা থেকে বের হয়ে দুই গ্রুপ থানার পাশে কাউন্টারে গিয়ে আবার হাতাহাতি করে।