চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের করোনা ইউনিটে উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। রোববার সকাল ৮টা থেকে গতকাল সোমবার সকাল ৮টার মধ্যে এই ৬ জনের মৃত্যু হয় বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। এ তথ্য নিশ্চিত করে চমেক হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. আফতাবুল ইসলাম আজাদীকে বলেন, কোভিড ইউনিটের দুটি জোনে রোগী ভর্তি রাখা হয়। নিশ্চিত করোনা রোগীদের রেড জোনে। আর সাসপেক্টেড (সন্দেহজনক) রোগীদের ইয়েলো জোনে। রোববার সকালের পর ইয়েলো জোনে ভর্তি থাকা ৬ জন রোগী মারা গেছেন। তাদের শরীরে বিভিন্ন উপসর্গ ছিল। কিন্তু নমুনা পরীক্ষায় তাদের রিপোর্ট নেগেটিভ আসে। সোমবার দুপুর পর্যন্ত করোনা ইউনিটে ৬৩ জন রোগী ভর্তি ছিল বলেও জানান হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. আফতাবুল ইসলাম।












