চট্টগ্রামের প্রকৃতি ও ঐতিহ্যকে ধ্বংস করে চট্টগ্রামের ফুসফুস খ্যাত স্থাপনা সিআরবিতে জনগণের চলাচলের রাস্তায় অবৈধভাবে গেট নির্মাণ করে প্রতিবন্ধকতা সৃষ্টির ঘটনায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. এনামুল হক ও সমিতির সাধারণ সম্পাদক এএইচএম জিয়াউদ্দিন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। গতকাল এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ প্রতিবাদ জানানো হয়। অবিলম্বে সকল প্রতিবন্ধকতা অপসারণ করার আহ্বান জানিয়ে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সিআরবি বেশ কয়েকটি রাস্তার সংযোগস্থল হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। যেখানে সাহাবুদ্দিনের বলী খেলা, বর্ষবরণ, বসন্ত উৎসব ও বাঙালির শতবর্ষের ঐতিহ্যবাহী বিভিন্ন অনুষ্ঠান উদযাপিত হয়।