রাউজান থানা পুলিশ মো. আরমান (২৫) নামে আন্তঃ জেলা চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে। গতকাল রবিবার (১৬ জানুয়ারি) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জানা যায়, গত ১১ জানুয়ারি ত্রিশ হাজার টাকা চুরির ঘটনায় রাউজান থানায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী ব্যবসায়ী শাহ নাতোয়ান থাই-অ্যালুমিনিয়াম’র স্বত্বাধিকারী নাছির উদ্দিন। এর আগের কয়েক সপ্তাহে কয়েকটি চুরির ঘটনা ঘটে পৌর এলাকার জলিল নগরসহ উপজেলার বিভিন্নস্থানে। এসব চুরির ঘটনা স্ব স্ব এলাকায় স্থাপন করা সিসি ক্যামরায় ধরা পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে চুরি দৃশ্য একের পর এক ছড়িয়ে পড়ে। সর্বশেষ পুলিশ সুনির্দিষ্ট অভিযোগ পেয়ে তৎপর হয়।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন এ প্রসঙ্গে বলেন, এলাকায় চুরির ঘটনা রোধে এখন প্রযুক্তির সহায়তায় পুলিশ চোর সনাক্ত করার চেষ্টা করছে। একটি সিসি ক্যামরার ফুটেজ শনাক্তের পর চোর ধরার চেষ্টার মধ্যে একই কায়দায় আরও একটি প্রতিষ্ঠানের সামনে চোর ঘোরাফেরার সময় এক চোরকে গ্রেপ্তার করা হয়েছে। আরমান কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের নতুন পাড়ার নুরুল ইসলামের ছেলে। পুলিশের দাবি আরমান আন্তঃজেলা চোরচক্রের সক্রিয় সদস্য ও পেশাদার চোর। তার বিরুদ্ধে চকরিয়া থানায় চুরি ও পটিয়া থানায় মাদক মামলা রয়েছে।