হালিশহরে নির্মাণাধীন ভবনের ক্রেন পড়ে শ্রমিকের মৃত্যু

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৭ জানুয়ারি, ২০২২ at ১০:৩৫ পূর্বাহ্ণ

নগরীর হালিশহর থানাধীন ১৭ নম্বর ইসলামিয়া ব্রিকফিল্ড রোডে নির্মাণাধীন একটি ভবনের ক্রেন পড়ে আলো (৪৫) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। গতকাল রোববার দুপুরে গিয়াস ম্যানসনে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রামে তার পরিবারের কেউ থাকে না, মরদেহ নিয়ে যেতে তার পরিবারের সদস্যদের কুমিল্লা থেকে আসতে বলা হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, ছাদ ঢালাইয়ের সময় ক্রেনের তার ছিঁড়ে শ্রমিক আলোর মাথায় পড়লে এ দুর্ঘটনা ঘটে। নিহতের সহকর্মী জাহেদুল বলেন, ছাদ ঢালাইয়ের তিন ভাগের প্রায় দুই ভাগ কাজ শেষ হয়ে গেছে। আলো নিচে কড়াই করে মশলার মিক্সিং মেশিনে কংকর দেয়ার কাজ করছিল। উপরে উঠানোর সময় হঠাৎ ক্রেনের তার ছিঁড়ে মশলার মিক্সার বোঝাই পাত্রটি তার মাথায় পড়ে। সেখান থেকে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসার পর ডাক্তাররা মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) মো. সাদিকুর রহমান বলেন, হালিশরের একটি ভবনের সাত তলার ছাদ ঢালাইয়ের সময় ক্রেনের তার ছিঁড়ে এক নির্মাণ শ্রমিকের মাথায় পড়লে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পূর্ববর্তী নিবন্ধবাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, এক চালক আহত
পরবর্তী নিবন্ধপৃথক সড়ক দুর্ঘটনা নিহত ২, আহত ৭