কাপ্তাই লেকের উপর ঝাঁকে ঝাঁকে পরিযায়ী পাখি উড়ে বেড়াচ্ছে। এসব পাখি দুর দুরান্ত হতে কাপ্তাই লেকে উড়ে আসে বলে জানা গেছে। আগামী বর্ষা শুরু হওয়া পর্যন্ত এসব পাখি কাপ্তাই লেকের উপর থাকবে। কখনো কখনো লেকের ভেসে উঠা জমিতে দল বেঁধে বসে থাকে আর না হলে লেক তীরবর্তী কোন গাছের ডালে বসে থাকে। খাবার প্রয়োজন হলে লেকের হালকা পানিতে হরেক রকমের মাছ শিকার করে খায়। কাপ্তাই জেটিঘাট থেকে নৌ পথে বিলাইছড়ি, জুরাছড়ি, নানিয়ারচর, বাঘাইছড়ি, বরকল, লংগদু, রাঙ্গামাটি সদরসহ বিভিন্ন এলাকায় যাবার পথে বিশেষ করে নির্জন স্থানে এসব পাখির দেখা পাওয়া যাবে। বরকল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শ্যাম রতন চাকমা বলেন, প্রতি বছর শতশত মাইল দূর থেকে এসব পরিযাই পাখি কাপ্তাই লেকে উড়ে আসে। এসব পাখি সাধারণত নির্জন এলাকায় বিচরণ করে। বেশিরভাগ সময় পাখিরা সাধারণত দলবদ্ধভাবে বসে থাকে। তবে মানুষের দেখা পাওয়া গেলে বা অনাকাঙ্ক্ষিক শব্দ শুনলে পাখির দল মুহুর্তে আকাশে উড়ে যায়। কাপ্তাই লেকের আশপাশে যারা বসবাস করেন তারা সাধারণত পাখিকে বিরক্ত করেনা বলেও তিনি জানান। নানিয়ারচর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার বলেন, যেসব নির্জন এলাকায় পরিযায়ী পাখি বিচরণ করে সেখানে যাতে কোন মানুষ যাতায়াত না করে সে জন্য আমরা সবাইকে উদ্বুদ্ধ করি।