চোরাই মোবাইলসহ চোর চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৭ জানুয়ারি, ২০২২ at ৬:২৬ পূর্বাহ্ণ

নগরীর কোতোয়ালী থানাধীন পুরাতন রেলস্টেশন এলাকায় ২৮টি চোরাই মোবাইলসহ চোর চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার বিকেলে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো মুহাম্মদ সোহেল উদ্দিন (৩০), শাহাদাৎ হোসেন বাবলু (৩০), মো. রফিকুল ইলসাম (৩৮), মো. সাইফুল (৩৩), মো. মানিক মিয়া (৪১), মো. মেরাজ গাজী (৪৬) ও মো. কামরুল হাসান। বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন বলেন, অনেকদিন ধরে বটতলী পুরাতন রেলস্টেশন এলাকায় একটি চোর চক্র মোবাইল ও লেপটপ কেনা-বেচা করে আসছে। তাদেরকে হাতেনাতে ধরতে আমাদের সোর্সকে কাজে লাগিয়ে শনিবার ওই এলাকায় অভিযান চালাই। বটতলী স্টেশনেই ৬ জনকে গ্রেপ্তার করা হয়। পরে চৈতন্য গলি থেকে আরো একজনকে গ্রেপ্তার করা হয়। আসামিরা প্রথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে তারা মোবাইল চুরি করার পরে ডিভাইসের সাহায্যে চোরাই মোবাইল সমূহের আইএমইআই নম্বর পরিবর্তন করে নগরীর বিভিন্ন স্থানে বিক্রি করে থাকে। আইএমইআই নম্বর পরিবর্তন করায় উদ্ধারকৃত চোরাই মোবাইলসমূহের মালিকানা যাচাই কঠিন হয়ে পরে। তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধউনিশ শতকে ঢাকার আর্থ-সামাজিক অবস্থা ও শিক্ষা ব্যবস্থার ধারা : একটি পর্যালোচনা
পরবর্তী নিবন্ধ২ নম্বর জালালাবাদ ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল