পারিবারিক গল্পের ধারাবাহিক নাটক ‘বউ শাশুড়ি’ ৩০০ পর্বে পদার্পণ করছে। আজ রবিবার নাটকটি মাইলফলক স্পর্শ করবে। ৩০০তম পর্ব থেকে ধারাবাহিকটিতে যুক্ত হচ্ছেন চলচ্চিত্র ও টিভি অভিনেতা জাহিদ হোসেন শোভন। মাথায় লাল টুপি, পরনে লাল পাঞ্জাবী, গলায় মোটা চেইন, মুখে হাসিমাখা পুরনো ঢাকার লালবাগী নামের এক ‘বদমানুষ’র চরিত্রে দেখা যাবে তাকে। খবর বাংলানিউজের। এ প্রসঙ্গে শোভন বলেন, নাটকের গল্পটি আমাকে দারুণভাবে আকৃষ্ট করেছে। আর আমার চরিত্রটি একেবারেই ব্যতিক্রম। সচরাচর এ ধরনের চরিত্রে আমি অভিনয় করিনা। আমাকে মানুষ সহজ সরল কোমল চরিত্রে দেখতেই অভ্যস্ত। নাটকে আমার অভিনয় দর্শকদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস। টিপু আলম মিলনের গল্পে, আকাশ রঞ্জনের চিত্রনাট্য ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, আল মনসুর, সাজু খাদেম, মনিরা মিঠু, আরফান আহমেদ, নাজিরা মৌ, জয়রাজ, অবাক, আইরিন তানি, আমিন আহমেদ, অনামিকা, গুলশান আরাসহ অনেকেই।