ইমাম আযম ইসলামিক একাডেমির সালানা জলসা

| রবিবার , ১৬ জানুয়ারি, ২০২২ at ৬:৪৬ পূর্বাহ্ণ

চান্দগাঁও ইমাম আযম (রহ.) ইসলামিক একাডেমির বার্ষিক সালানা জলসা এবং হাফেজদের দস্তারবন্দী একাডেমির পরিচালক হাফেজ ইমাম হোসাইনের পরিচালনায় গত ১৪ জানুয়ারি অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব আল্লামা সুলাইমান আনসারী। প্রধান অতিথি ছিলেন দারুল মুস্তফা মডেল মাদ্রাসা মাদ্রাসার পরিচালক্ব মুহাম্মদ নঈমুল ইসলাম পুতুল। প্রধান বক্তা ছিলেন অধ্যাপক ড. মুহাম্মদ আনোয়ার হোসেন। বিশেষ বক্তা ছিলেন রায়হানুল ইসলাম কাদেরী, হাফেজ মুহাম্মদ এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন ফুলকলির ব্যবস্থাপক কে.এম আবুল হোসেন, মুহাম্মদ সরওয়ার আলম, মুহাম্মদ এস এম এমদাদ আলী, মুহাম্মদ শফিউল আলম, মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, এস.এম ইকবাল বাহার, মুহাম্মদ আবুল কালাম সর্দার, মুহাম্মদ গোলাম মোরশেদ, ইব্রাহীম শাকের, মুহাম্মদ মুসা, মুহাম্মদ আব্দুল মোনায়েম, মুহাম্মদ হেমায়েতুল ইসলাম, ইমরান হোসেন কাদেরী, জয়নুল আবেদীন, মহিউদ্দিন রেজভী, জাহেদ হোসেন, নাছির উদ্দীন, মুহাম্মদ আব্দুল্লাহ্‌, মুহাম্মদ হায়দা, মোখতার আহমদ টুটুল, ওসমান কাদেরী, গোলাম মোস্তফা, মুহাম্মদ সিরাজ প্রমুখ। প্রধান অতিথি বলেন, সমাজে অরাজকতা এবং চলমান শিক্ষাব্যবস্থায় নীতি-নৈতিকতাহীনতার বিপরীতে শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে মাদ্রাসা শিক্ষা অপরিহার্য। শেষে মিলাদ-কিয়াম, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধভূমি কর্মকর্তাদের বিবেচনামূলক ক্ষমতা হ্রাস করা হচ্ছে : ভূমি সচিব
পরবর্তী নিবন্ধসম্মেলন উপলক্ষে রাঙ্গুনিয়া পৌরসভা আ. লীগের সভা