ব্রাইট একাডেমি এবং বন্দর স্পোর্টস কমপ্লেক্স (লাল) জয়ী

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী কাপ অনূর্ধ্ব-১৫ টি-২০ ক্রিকেট

| শনিবার , ১৫ জানুয়ারি, ২০২২ at ১১:৪০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্স আয়োজিত স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী কাপ অনূর্ধ্ব-১৫ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের গতকালের দুটি খেলায় জয় পেয়েছে বন্দর স্পোর্টস কমপ্লেক্স (লাল) এবং ব্রাইট ক্রিকেট একাডেমি। বন্দর শহীদ শামসুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে বন্দর স্পোর্টস কমপ্লেক্স (লাল) ৮ উইকেটে কোয়ালিটি স্কুল অব ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। দিনের দ্বিতীয় ম্যাচে ব্রাইট ক্রিকেট একাডেমি ১৮ রানে জুনিয়র ক্রিকেট ট্রেনিং একাডেমিকে পরাজিত করে। দিনের প্রথম খেলায় টসে জিতে কোয়ালিটি স্কুল অব ক্রিকেট একাডেমি ব্যাট করার সিদ্বান্ত নেয় । নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৮২ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের পক্ষে সাইফ সর্বোচ্চ ১৫ রান করে।

চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্সের পক্ষে ৭ রানের বিনিময়ে মাহিম ৩টি উইকেট নিয়েছে। জবাবে ব্যাট করতে নামা চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্স (লাল) দল ২ উইকেট হারিয়ে ৮৩ রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দলের পক্ষে ইফতেখার সর্বোচ্চ ৪০ রান করে। চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেঙ (লাল) দলের ইফতেখার ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন। তার হাতে পুরষ্কার তুলে দেন সিজেকেএস এর কাউন্সিলর সুলতান মাহমুদ খান শাহীন । দিনের দ্বিতীয় খেলায় ব্রাইট ক্রিকেট একাডেমি টসে জিতে ব্যাট করার সিদ্বান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৯৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে আশরাফুল করে সর্বোচ্চ ২৩ রান । জবাবে জুনিয়র ট্রেনিং ক্রিকেট একাডেমি মাত্র ৭৫ রান করে অল আউট হয়ে যায় । দলের পক্ষে তামিম সর্বোচ্চ ২৯ রান করে । বিজয়ী ব্রাইট ক্রিকেট একাডেমির আশরাফুল ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়। তার হাতে পুরস্কার তুলে দেন জুনিয়র ট্রেনিং ক্রিকেট একাডেমির প্রধান কোচ ও স্বত্বাধিকারী তপন দত্ত । আজ দুটি খেলা অনুষ্ঠিত হবে। সকাল ৯ টায় দিনের প্রথশ খেলায় মুখোমুখি হবে এস এস ক্রিকেট একাডেমি এবং চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্স সবুজ দল। দুপুর ১ টায় দিনের দ্বিতীয় খেলায় ব্রাদার্স ক্রিকেট একাডেমি খেলবে কোয়ালিটি স্কুল অব ক্রিকেট একাডেমির বিপক্ষে।

পূর্ববর্তী নিবন্ধমোহরা শেরে বাংলা স্মৃতি দিবা-রাত্রি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধআবারও জোকোভিচের ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া