বিয়ের ১০ দিন আগেই সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

বাঁশখালী প্রতিনিধি | শনিবার , ১৫ জানুয়ারি, ২০২২ at ১১:০২ পূর্বাহ্ণ

আবদুর রহমান (২৪)। মাত্র ১০ দিন পরেই তাঁর বিয়ে। কেনাকাটাও করা হয়েছে। হবু বউয়ের জন্য নতুন শাড়ি, স্বর্ণালংকার ও নিজের জন্য নানা পোশাক। বর বেশে যাওয়ার কথা কমিউনিটি সেন্টারে। কিন্তু তাঁর আর বর সাজা হলো না। গতকাল শুক্রবার দুপুরে আনোয়ারায় পিএবি সড়কের শোলকাটা লাবিবা কমিউনিটি সেন্টারের সামনে একটি যাত্রীবাহী গাড়ির সাথে তাঁর মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হয় আবদুর রহমান।
জানা যায়, বাঁশখালী থেকে চট্টগ্রাম যাচ্ছিলেন তিনি। পথে এই দুর্ঘটনা ঘটে। নিহত আবদুর রহমান বাঁশখালীর পূর্ব পুঁইছড়ির আবদুর করিমের ৬ ছেলে ও ৩ মেয়ের মধ্যে আবদুর রহমান চতুর্থ। সে বাঁশখালীর পুইছড়ি ইসলামিয়া কামিল মাদ্রাসা থেকে ২০১২ সালে দাখিল পাশ করে। বর্তমানে চট্টগ্রামের একটা প্রাইভেট কোম্পানির টেকনেশিয়ান হিসাবে কর্মরত ছিলেন। নিহতের লাশ আনোয়ারা থানা পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেছে বলে পারিবারিক সূত্রে জানা যায়।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় ছাত্রলীগের ১৬ কমিটি বিলুপ্ত ঘোষণা
পরবর্তী নিবন্ধভোটের আগে বহিরাগতদের আনা হচ্ছে