আনোয়ারায় মোটরসাই‌কেল দুর্ঘটনায় বাঁশখালীর যুবকের মৃত্যু

বাঁশখালী প্রতি‌নি‌ধি | শুক্রবার , ১৪ জানুয়ারি, ২০২২ at ৪:৫৭ অপরাহ্ণ

বাঁশখালী থে‌কে চট্টগ্রাম যাওয়ার প‌থে আ‌নোয়ারায় সানলাইন বাসের সঙ্গে মোটরসাই‌কে‌লের সংঘর্ষে আবদুর রহমান(২৪) নামের এক যুবক নিহত হয়েছেন।

আজ শুক্রবার (১৪ জানুয়ারি) দুপুরে পিএবি সড়কের শোলকাটা লাবিবা কমিউনিটি সেন্টারের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুর রহমান বাঁশখালীর পূর্ব পুঁইছড়ির ৫ নম্বর ওয়ার্ডের আবদুর করিমের ছেলে। তিনি চট্টগ্রা‌মে একটি পোশাক কারখানায় চাকরি করেন।

জানা যায়, বাঁশখালীর পূর্ব পুঁইছড়ির আবদুর করিমের ৬ ছেলে ৩ মে‌য়ের ম‌ধ্যে আবদুর রহমান চতুর্থ।

নিহ‌তের মরদেহ আ‌নোয়ারা থানা পু‌লিশ উদ্ধার ক‌রে ময়নাতদন্তের জন্য প্রেরণ ক‌রে‌ছে ব‌লে পা‌রিবা‌রিক সূত্রে জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধকিডনি বিক্রি করে খাবার কিনছেন আফগানরা
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধু হত্যার বিচারের পথ রুদ্ধ করা দেশে বড় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা