আফজাল হোসেনের সিনেমায় তানভীর তারেক

| শুক্রবার , ১৪ জানুয়ারি, ২০২২ at ৭:০০ পূর্বাহ্ণ

গুণী নির্মাতা-অভিনেতা আফজাল হোসেন নির্মাণ করছেন চলচ্চিত্র ‘মানিকের লালকাঁকড়া’। তার এই সিনেমায় গানে ও দৃশ্যায়নে দেখা যাবে উপস্থাপক, শিল্পী, সংগীত পরিচালক, লেখক, ইউটিউবার তানভীর তারেককে। এ সিনেমায় সংগীত পরিচালনা করেছেন তিনি। পাশাপাশি চলচ্চিত্রের গানে ও দৃশ্যায়নে একজন মিউজিশিয়ানের চরিত্রেও তাকে দেখা যাবে। এ প্রসঙ্গে তানভীর তারেক বলেন, বিষয়টি কাকতালীয়, তবে আমার জন্য অনেক বড় পাওয়া। আফজাল ভাইয়ের শিশুতোষ চলচ্চিত্র ‘মানিকের লালকাঁকড়া’। তারই দুটি গান নিয়ে প্রথমে কথা হয়। এরমধ্যে একটি ছিল রবীন্দ্রসংগীত।
নির্মাতা তার গল্পের প্রয়োজনে এই গানটিই পছন্দ করেন। আফজাল ভাই আমাকে গিটারের ওপরেই গানটি বাঁধতে বলেন। সেভাবেই আমার স্টুডিওতে অণিমাকে দিয়ে গাওয়াই। তানভীর তারেক আরও বলেন, আসলে অভিনয়ের বিষয়ে আফজাল ভাই আমাকে কিছুই বলেননি। শুধু বললেন আগামীকাল শুটিং। তুমি কি তোমার গিটারটা নিয়ে আসতে পারবে? দেশের কিংবদন্তি একজন অভিনেতা-নির্মাতার অনুরোধ আমার কাছে আদেশের মতো। আমি রাজি হলাম। একজন মিউজিশিয়ানের চরিত্রে কিছু সংলাপ নিয়ে হাজির হবো অভিনয়ে।

পূর্ববর্তী নিবন্ধলালন ফকিরের দর্শনে ‘ওরা’
পরবর্তী নিবন্ধকরোনামুক্ত সোহেল রানা, বাসায় ফিরবেন আজ