ঢাকাই সিনেমার এক সময়ের ব্যস্ত নায়িকা সুমনা জনা। ২০০২ সালে ‘হৃদয়ের বাঁশি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে নাম লেখান।
এরপর ‘ডাক্তারবাড়ি’, ‘জন্ম’, ‘বাজাও বিয়ের বাজনা’, ‘মন ছুঁয়েছে মন’-এর মতো সিনেমায় দেখা গেছে তাকে। শাকিল খান, মান্না, শাকিব খান, রিয়াজ, রুবেলের বিপরীতে সমানতালে অভিনয় করেছেন জনা। ক্যারিয়ারে ৪০টি সিনেমা উপহার দিয়েছেন এই চিত্রতারকা। তবে বর্তমানে সিনেমা থেকে অনেক দূরে রয়েছেন তিনি।
জনা ২০০৯ সালের জুবায় হোসেইনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে জনা যুক্তরাষ্ট্রে প্রবাসী। সেখানে স্বামী ও সন্তান নিয়ে তার সুখের সংসার। দীর্ঘদিন পর বিএফডিসিতে শিল্পী সমিতির নির্বাচন ঘিরে তারকাদের আনাগোনা বেড়েছে। সেখানে দেখা যায় জনাকেও। এ সময় সংবাদমাধ্যমের সঙ্গেও কথা বলেছেন এই নায়িকা। এ অভিনেত্রী অনুভূতি প্রকাশ করে বলেন, অনেকদিন পর এফডিসিতে এলাম। এই এফডিসির জন্যই দেশের মানুষ আমাকে চেনেন। সবাইকে দেখে খুব ভালো লাগছে।
জনা জানান, বর্তমানে যুক্তরাষ্ট্রে স্বামী ও সংসার নিয়েই ব্যস্ত রয়েছেন। সামনে বাংলাদেশেই বেশি সময় থাকবেন। ভালো গল্প পেলে আবারো অভিনয়ে ফিরতে চান তিনি।