রেড ক্রিসেন্ট চট্টগ্রামের দুর্যোগ বিষয়ক সভা

| শুক্রবার , ১৪ জানুয়ারি, ২০২২ at ৬:৫৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের আয়োজনে এবং জার্মান রেড ক্রসের সহযোগিতায় গতকাল বৃহস্পতিবার জেলা ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দুর্যোগ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয় । জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ডা. শেখ শফিউল আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। জেলা দুর্যোগ ও ত্রাণ কর্মকর্তা সজীব কুমার চক্রবর্ত্তীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মু.মাহমুদ উল্লাহ মারুফ, জেলা রেড ক্রিসেন্টের সেক্রেটারী মো. আসলাম খান। সভায় বিভিন্ন সেশন পরিচালনা করেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা সুলতানা, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের যুব প্রধান গাজী মো. ইফতেখার হোসেন, সাংগঠনিক বিভাগীয় প্রধান তানভীর আহমেদ চৌধুরী মাহিন, আব্দুর রশিদ খান প্রমুখ।প্রধান অতিথি বলেন, দুর্যোগ ঝুঁকি হ্রাসে আমাদের সবসময় প্রশিক্ষিত হয়ে দক্ষ গুণাবলী অর্জন করে কাজ করতে হবে।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ভার্সিটি ও ইউনিভার্সিটি অব সিডনির মতবিনিময়
পরবর্তী নিবন্ধএভারকেয়ার হসপিটালে নতুন সেন্টার অব এক্সেলেন্স উদ্বোধন