পাঁচলাইশে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৪

সম্পত্তি নিয়ে বিরোধ

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৪ জানুয়ারি, ২০২২ at ৬:২৭ পূর্বাহ্ণ

জায়গা সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জের ধরে পাঁচলাইশে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৪ জন আহত হয়েছে। জাবেদ গং ও শফি গংয়ের মধ্যে গতকাল বৃহস্পতিবার বিকেল সোয়া চারটায় এ ঘটনা ঘটে। সম্পর্কে তারা দু’জন চাচাতো ভাই। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় হামলার মূল হোতা শফিসহ চারজনকে আটক করেছে পুলিশ। আটককৃত বাকি তিনজন হলো সিফাত, হারুন ও করিম। এদের মধ্যে শফি ও সিফাত ৪নং চান্দগাঁও ওয়ার্ডের কাউন্সিলর এসরারুল হক এসরালের ঘনিষ্ট আত্মীয় বলে জানিয়েছেন পাঁচলাইশ থানার ওসি জাহেদুল কবীর।
ওসি পাঁচলাইশ আজাদীকে জানান, জাবেদ গং ও শফি গংয়ের মধ্যে পারিবারিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গতকাল বৃহস্পতিবার বিকেল সোয়া চারটার দিকে উভয় পক্ষ পাঁচলাইশ থানাধীন আহমদিয়া স্কুলে মীমাংসার জন্য বৈঠকে বসে। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে জাবেদের পক্ষের চারজন আহত হয়। ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসবই পুড়ল ১২ পরিবারের
পরবর্তী নিবন্ধআইসিটি আইনে গায়ক আসিফের বিচার শুরু