অমিক্রন মোকাবেলায় সম্মিলিতভাবে কাজ করতে হবে : চমেবি উপাচার্য

সিওরশেলের করোনাযোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠান ।। কম সৌভাগ্যবানদের জন্য কাজ করে যেতে চাই : কামরুন মালেক

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৩ জানুয়ারি, ২০২২ at ১২:০৫ অপরাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. ইসমাইল খান বলেছেন, চিকিৎসকেরা গায়ে হাত রেখে মানুষকে সেবা দেন। অন্য কোনো সেবা এভাবে খুব কম হয়। তবে চিকিৎসকদের পাশাপাশি সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ করোনা মোকাবেলায় এগিয়ে এসেছিল। সবাই এগিয়ে এসেছিল বলেই করোনা মোকাবেলা সম্ভব হয়েছে। সামনে অমিক্রন মোকাবেলায়ও সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
বেসরকারি চিকিৎসা সেবা দানকারী প্রতিষ্ঠান সিওরশেল মেডিকেল, চট্টগ্রামের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে করোনাযোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গতকাল বুধবার দুপুরে নগরীর প্রবর্তক মোড়ের প্রতিষ্ঠানটির কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। করোনাকালে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৫ ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে সম্মাননা দেয়া হয় অনুষ্ঠানে। সম্মাননা প্রাপ্তরা হলেন- চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর, চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান লায়ন কামরুন মালেক, পুলিশের বিশেষ শাখার উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আমেনা বেগম, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক (সাবেক সিভিল সার্জন) ডা. সেখ ফজলে রাব্বি ও বিআইটিআইডি ল্যাব প্রধান ডা. শাকিল আহমেদ। এছাড়া প্রতিষ্ঠান হিসেবে এস আলম গ্রুপকে সম্মাননা দেয়া হয়। সিওরশেল মেডিকেলের নির্বাহী পরিচালক ও জেনারেল হাসপাতালের কোভিড ফোকাল পার্সন ডা. আব্দুর রবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের উপ-পরিচালক ডা. সাখাওয়াত উল্লাহ ও চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী।অনুষ্ঠানে করোনাযোদ্ধা সম্মাননাপ্রাপ্ত লায়ন কামরুন মালেক বলেন, আমি লায়ন্স জেলা গভর্নর থাকাকালে পৃথিবীজুড়ে করোনা গ্রাস করে। চট্টগ্রামেও রোগী বাড়তে থাকে। ওই সময় মা ও শিশু হাসপাতালের সহযোগিতায় লায়ন্সদের নিয়ে করোনা কর্ণার স্থাপন করি। অনেকেই ওই করোনা কর্ণারে চিকিৎসা সেবা পায়। আল্লাহ আমাদের একটু বেশি সৌভাগ্যবান করে এই পৃথিবীতে পাঠিয়েছেন। তাই যতদিন বেঁচে আছি, তুলনামূলক কম সৌভাগ্যবানদের জন্য কাজ করে যেতে চাই। চিকিৎসকদের আসল করোনাযোদ্ধা হিসেবে ভূষিত করে পুরো চিকিৎসক সমাজকে ধন্যবাদ জানান লায়ন কামরুন মালেক।

পূর্ববর্তী নিবন্ধআইনজীবীরা অধিকার বঞ্চিতদের আইনি সহায়তা প্রদান করেন : এমপি নজরুল
পরবর্তী নিবন্ধমৃত্যু কামনাকারীদের ধন্যবাদ জানালেন সৃজিত