ঘরে আশ্রয় নেওয়া লক্ষ্মীপেঁচা এখন বনে

কাপ্তাই প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৩ জানুয়ারি, ২০২২ at ১১:৫৮ পূর্বাহ্ণ

কাপ্তাই উপজেলা থেকে বিলুপ্তপ্রায় একটি লক্ষ্মীপেঁচা উদ্ধার করা হয়েছে। পেঁচাটি একটি বাড়িতে আশ্রয় নিলে ঘরের মালিক ধরে ফেলেন। পরে খবর পেয়ে বন বিভাগ পেঁচাটি উদ্ধার করে গভীর বনে অবমুক্ত করে। জানা গেছে, একটি লক্ষীপেঁচা গত ১১ জানুয়ারি সন্ধ্যায় লিচুবাগানে অবস্থিত একটি বাড়িতে এসে আশ্রয় নেয়। তখন ঘরের মালিক পেঁচাটিকে কৌশলে ধরে রাখেন। খবর পেয়ে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের রেঞ্জার তানজিলুর রহমান কাপ্তাইয়ে অবস্থিত বন কর্মীদের নিয়ে ওই বাড়িতে যান। পেঁচাটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে কাপ্তাই রাম পাহাড় বিট এলাকায় অবমুক্ত করা হয়। বন কর্মকর্তা বলেন, লক্ষীপেঁচা বর্তমানে বিলুপ্ত হতে চলেছে। কিছু কিছু গ্রামে এটি দেখা গেলেও শহরে দেখা যায় না।

পূর্ববর্তী নিবন্ধনগরীর সব প্রতিষ্ঠানের নামফলক বাংলা চেয়ে স্মারকলিপি
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সম্পন্ন