চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নতুন ভবনের দ্বিতীয় তলা থেকে চতুর্থ শ্রেণীর এক কর্মচারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাত ৯ টায় ২০৫ নম্বর রুমে এ ঘটনা ঘটে। নিহত ইকরামুল হক কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার মাহিনী বাজার এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে।
পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদিকুর রহমান বলেন, চমেক হাসপাতালের দ্বিতীয় তলা থেকে চতুর্থ শ্রেণীর কর্মচারী ইকরামুল অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে করিম ও আজগর নামে দুই কর্মচারী জরুরি বিভাগে নিয়ে আসে বলে আমরা জানতে পারি। জরুরি বিভাগের চিকিৎসক এ সময় প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের শেষে জানা যাবে।