নগরীর কোতোয়ালী থানাধীন নন্দনকানন এলাকায় তাফরিদ রশিদ (১৭) নামে এক কলেজছাত্র আত্মহত্যা করেছে। গতকাল বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহত তাফরিদ রশিদ একই এলাকার তানভির রশিদের ছেলে। সে কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, পরিবারের স্বজনদের বরাতে জানতে পেরেছি, দুপুরের খাওয়ার পর বাসায় ফ্যানের সঙ্গে রশি বেঁধে আত্মহত্যার চেষ্টা করেন কলেজ ছাত্র তাফরিদ। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বিকেল সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কী কারণে আত্মহত্যা করেছে সেটি আমরা জানতে পারিনি।