উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী লতা মুঙ্গেশকরের দেহে প্রাণঘাতী কোভিড শনাক্ত হওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৯২ বছর বয়সী এই শিল্পীকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) রাখা হয়েছে এবং তার উপসর্গ মৃদু বলে গতকাল মঙ্গলবার লতার ভাগ্নি রচনা শাহ বার্তা সংস্থা পিটিআইকে জানিয়েছেন। খবর বিডিনিউজের। তিনি ভালো আছেন। বয়স বিবেচনায় সাবধানতার অংশ হিসেবে তাকে আইসিইউতে রাখা হয়েছে। আমাদের গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর অনুরোধ করছি, প্রিয় দিদিকে (ভক্তদের কাছে এই নামেই পরিচিত লতা) আপনাদের প্রার্থনায় রাখুন, বলেছেন রচনা।