দীর্ঘ ১৪ বছরের বেশি সময় টেস্ট ক্রিকেটে দলকে বিভিন্ন পরিস্থিতিতে সার্ভিস দিয়েছেন নিউজিল্যান্ডের কিংবদন্তি ব্যাটসম্যান রস টেলর। গতকাল ক্যারিয়ারের শেষ টেস্টের বিদায়ী দিনে তার হাত ধরেই বাংলাদেশকে হারিয়েছে নিউজিল্যান্ড। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে সিরিজের দ্বিতীয় টেস্টে তিনদিনেই বাংলাদেশকে ইনিংসে ও ১১৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা। বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে শেষ উইকেটটি নিয়েছেন বিদায়ী টেস্ট খেলতে নামা রস টেলর। তার ঝুলিতে জমা পড়ুক শেষ উইকেটটি এমনটা চাচ্ছিলেন মাঠে উপস্থিত দর্শকরা। কাইল জেমিসন-নেইল ওয়াগনারের তোপে ৯ উইকেট হারিয়ে বাংলাদেশের পরাজয় যখন নিশ্চিত, তখন শেষ উইকেট নেওয়ার জন্য বিদায়ী ম্যাচ খেলতে নামা রস টেলরকে ডাকেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম। হাগলি ওভালে উপস্থিত দর্শকদের একদমই হতাশ করেননি এ বিদায়ী ক্রিকেটার।টেলরের ওভারের তৃতীয় বলে বড় শট খেলতে গিয়ে আকাশে ভাসিয়ে দেন এবাদত হোসেন। সেই বল লাথাম তালুবন্দী করতেই নিশ্চিত হয়ে যায় কিউইদের ইনিংস ও ১১৭ রানের ব্যবধানে জয়। আর টেলরকে ঘিরে উদযাপনে মাতেন নিউজিল্যান্ডের ক্রিকেটাররা।