আতঙ্ক থেকে রেহাই চাইলেন শবনম ফারিয়া

| বুধবার , ১২ জানুয়ারি, ২০২২ at ১০:২৭ পূর্বাহ্ণ

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়ার অভিযোগ- তাকে নিয়ে নাকি কারণে, অকারণে সংবাদ প্রকাশ হয়! আর এসব নিয়ে বেশ বিরক্ত তিনি। তাই সংবাদ আতঙ্ক থেকে মুক্তি চাইলেন এই অভিনেত্রী। সামাজিকমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে শবনম ফারিয়া লেখেন, আমাকে নিয়ে কারণে অকারণে অনেক সংবাদ হয়! কিছু সংবাদ দেখে হাসি, কিছু সংবাদ দেখে রাগ হয়! কিন্তু মাঝে মাঝে কিছু সংবাদ দেখে কি বলবো খুঁজে পাই না! অবাক হবো, মন খারাপ করবো নাকি ক্ষোভ ঝাড়বো বুঝি না! খবর বাংলানিউজের।
অভিনেত্রী লেখেন, আর আমরাও! নিউজ না পড়ে শিরোনাম দেখে যেসব কমেন্ট করি, আমাদের কি বোধ শক্তি বলতে কিছুই নেই? আমরা কি এতোই অবুঝ! অনেকে বলে, আপু আপনাকে সাংবাদিকরা অনেক ভালোবাসে, তাই এতো নিউজ করে! ভাই, বিশ্বাস করেন, আমার এতো ভালোবাসার দরকার নাই! আমি সত্যিই টায়ার্ড !

পূর্ববর্তী নিবন্ধব্যর্থতা থেকেই আমি বেশি শিখি
পরবর্তী নিবন্ধসাজু খাদেমের বিশেষ রেসিপি ‘চিকেন টি’!