হাটহাজারীতে অগ্নিকাণ্ডে এক পরিবার একেবারে নিঃস্ব হয়ে গেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ওয়াহেদ আলী টেন্ডলের বাড়ির নাছির ড্রাইভারের বসতঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ আড়াই লাখ টাকা হবে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের সঠিক কারন জানা যায়নি।
স্থানীয় ও অগ্নি দুর্গতদের পারিবারিক সূত্রে জানা যায়, হঠাৎ বসতঘরে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়লে নাছির ড্রাইভারের বসতঘর ও ঘরে রক্ষিত যাবতীয় মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। সংবাদ পেয়ে হাটহাজারী থেকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. শাহাজাহান অগ্নিকাণ্ডের ঘটনা নিশ্চিত করে বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।