নিঃস্বার্থ নবজীবন কার্যকরী পরিষদের অভিষেক

| বুধবার , ১২ জানুয়ারি, ২০২২ at ১০:২২ পূর্বাহ্ণ

নন্দনকানস্থ ফুলকি হলে নিঃস্বার্থ নবজীবন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রকৌশলী ক্লিনটন আচার্য্যের সভাপতিত্বে কার্যকরী পরিষদের শপথ ও অভিষেক অনুষ্ঠান গত ৯ জানুয়ারি সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর প্রদীপ চক্রবর্তী। তিনি সদস্যদের শপথ বাক্য পাঠ করান। উদ্বোধক ছিলেন সাতকানিয়া আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ শিব শংকর শীল। প্রধান বক্তা ছিলেন সেন্টার ফর বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশীপ চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক প্রধান প্রফেসর পার্থ সারথি চৌধুরী। অন্তর আচার্য্য ও শান্তা দেবের যৌথ সঞ্চালনায় এতে অতিথি ছিলেন ব্যাংকার শম্ভু দাশ, জুয়েলারি সমিতি (বাজুস) জেলা সাধারণ সম্পাদক প্রণব সাহা, প্রকৌশলী অমিত ধর, পৃষ্ঠপোষক তপন কান্তি ধর এবং ওয়েল ফুড ফ্যাক্টরি ম্যানেজার দোলন দাশ। বক্তব্য রাখেন কমিটির সভাপতি ডা. পিয়াল আচার্য্য, সাধারণ সম্পাদক রুবেল দেব, জয় গোপাল, সুমি সরকার, নিশি আচার্য্য। অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে মানবিক কাজে আর্থিক সহায়তা প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধকরোনা সংক্রমণ এড়াতে টিকার বিকল্প নেই
পরবর্তী নিবন্ধসিআইইউতে সিন্ডিকেট বৈঠক